loading...

যে বিষয়গুলো এড়িয়ে চলে সফল মানুষেরা

সফলতা কোনো মানুষকে সহজেই ধরা দেয় না। নানা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সফল ব্যক্তিরা তাদের পথে এগিয়ে যায়। আর এই পথচলায় তাদের সঙ্গী হয় বাস্তবতার নিরিখে কিছু সূত্র। এ লেখায় থাকছে সে ধরনের সাতটি বিষয়, যা সফল মানুষেরা এড়িয়ে চলে।
১. অন্যকে দায়ী করা
সফল একজন মানুষকে আপনি দেখবেন না কোনো একটি ব্যর্থতার জন্য অন্য কাউকে দায়ী করে সময় নষ্ট করতে। অন্যকে দায়ী করার বদলে তারা বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই সচেতন থাকে। আর যদি ব্যর্থতা চলেই আসে তাহলে সে দায় তারা মাথা পেতে নেয়। এ ছাড়া কাজের কোনো অংশের ব্যর্থতা ঠিক কী কারণে হয়েছে, এসব নিয়ে পর্যালোচনা করতেও তারা ভয় পায় না।
২. পরিবর্তনে ভয়
যেসব বিষয় নিয়ন্ত্রণ করা যায় না, সফলরা সেসব বিষয় নিয়ে অভিযোগ করে না। তারা তাদের নিজস্ব আওতাধীন বিষয় নিয়েই ব্যস্ত থাকে। এ ক্ষেত্রে পরিবর্তন এলেও তারা ভয় পায় না। বরং পরিবর্তনকে তারা গ্রহণ করে নেয়।
৩. মানুষের চেয়ে প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া
সফল মানুষ কখনোই একজন মানুষের চেয়ে অফিশিয়াল ই-মেইল বা ফোনকে গুরুত্ব দেয় না। তারা ব্যক্তিগত সম্পর্কে অনেক বেশি বিশ্বাস করে। যোগাযোগের ক্ষেত্রে তারা যতটা সম্ভব সংযুক্ত থাকে এবং সবার সঙ্গে সুসম্পর্ক রাখে। তারা জানে অন্যের কথা শোনা, বিনিময় করা ও অন্যের সঙ্গে সংযুক্ত থাকার গুরুত্ব।
৪. সবার সঙ্গে গা ভাসানো
অন্য সবাই কোনো একটি কাজ করছে বলে আমাকেও করতে হবে, এমনটা তারা মনে করে না। অন্যদিকে কেউ করছে না, এমন একটা কাজ আমি করব না, এটাও তারা মনে করে না। এর বদলে অতি সাধারণ দৃষ্টিভঙ্গিতেই বিষয়টিকে তারা দেখে। অন্যরা করছে কিংবা করছে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ বহু বিষয় আছে, যা কাজটি করতে সিদ্ধান্ত নেওয়াকে প্রভাবিত করে।
৫. সব সময় তারা সঠিক- এমন দাবি
সফল মানুষ কখনোই দাবি করে না, তারা সব সময় সঠিক। এর বদলে তারা এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে ব্যর্থতা শুধু গ্রহণ করাই হয় না, সেটা ভবিষ্যতের সাফল্যের পথও তৈরি করে দেয়। ব্যর্থতা জীবনে আসতেই পারে; কিন্তু তাকে সাফল্যের সোপান হিসেবে তৈরি করতে তারা পারঙ্গম।
৬. সম্পূর্ণ একাকী কাজ করা
ব্যক্তিগতভাবে সৃজনশীলতা নিয়ে কাজ করলেও তারা কখনোই সম্পূর্ণ একা থাকে না। এর বদলে তারা অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিষয়গুলোকে নতুন মাত্রা দেয়। এভাবে সবার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এগিয়ে যাওয়া সম্ভব হয় তাদের পক্ষে।
৭. নিজের ভালো থাকাকে এড়িয়ে চলা
ঠিকঠাক কাজ করার জন্য প্রত্যেকেরই প্রয়োজন ভালোভাবে খাওয়া-দাওয়া করা, পর্যাপ্ত শারীরিক পরিশ্রমসহ শরীর সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করা। সফল মানুষ এ বিষয়টিতে গুরুত্ব দেয় এবং দেহের দৈনন্দিন চাহিদার প্রতি নজর রাখে। তারা জানে, শরীরের চাহিদা যথাযথভাবে পূরণ ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব।

loading...