কথায় বলে ঝগড়ায় প্রেম বাড়ে। আসলেই এ কথাটি খুবই সত্যি। কারণ ঝগড়া শেষে দুজনেই দুজনার মূল্য বেশ ভালো করেই উপলব্ধি করতে পারেন। তবে অনেক দম্পতি এবং প্রেমিক-প্রেমিকা যুগল রয়েছেন যারা ঝগড়ার পর ইগো সমস্যায় ভোগেন।
ঠিকভাবে সব কিছু স্বীকার করে নিয়ে সম্পর্কের মধুরতা আগের মতো ফিরিয়ে আনতে পারেন না। এর ফলে সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই জেনে নিন ঝগড়ার পরের সম্পর্ক আরো বেশি মধুময় করার কিছু কৌশল-
নিজের ভুল স্বীকার করুন
যদি আপনি মনে করে থাকেন ঝগড়ার সময় ভুলটি আপনার ছিল তবে সরাসরি সরি বলুন। আপনার এই ছোট্ট স্বীকারোক্তি সম্পর্কে মধুরতা আনতে বেশ কার্যকর হবে।
ছোট্ট একটি চিরকুট লিখুন
ঝগড়া শেষে কথা বলা বন্ধ। তাতে কি? লিখতে থাকুন ছোট্ট ছোট্ট চিরকুট। ভালোবাসার কথা, আপনার মনের কথা কিংবা তার প্রতি প্রশংসা সূচক ছোট্ট ছোট্ট বাক্যের কথামালা সাজিয়ে লিখতে থাকুন ছোট্ট কিছু চিরকুট।
হঠাৎ চমকে দিন
সঙ্গীকে ঝগড়ার পরের গুমোট ভাবটি কাটানোর সব চাইতে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে সঙ্গীকে চমকে দেয়া। এটি খুব সহজ একটি উপায় সঙ্গীর মুখে হাসি ফুটানোর। মেয়েরা চাইলে একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলতে পারেন অথবা এমন কোনো কিছু যাতে সারপ্রাইজড হয়ে যান আপনার সঙ্গী। আর ছেলেরা চাইলে নিজের সঙ্গিনীর জন্য কিছু রান্না করে তাকে সারপ্রাইজ দিতে পারেন। এমন কিছু করুন যাতে সঙ্গী খুশি হয়।
সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন
সঙ্গীর পছন্দের কোনো কিছু করুন। তার জন্য সুন্দর একটি গিফট কিনে আনুন। অথবা আর কিছু না হোক তার পছন্দের ফুল দিয়েই তাকে খুশি করার চেষ্টা করুন।
ঠিকভাবে সব কিছু স্বীকার করে নিয়ে সম্পর্কের মধুরতা আগের মতো ফিরিয়ে আনতে পারেন না। এর ফলে সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই জেনে নিন ঝগড়ার পরের সম্পর্ক আরো বেশি মধুময় করার কিছু কৌশল-
নিজের ভুল স্বীকার করুন
যদি আপনি মনে করে থাকেন ঝগড়ার সময় ভুলটি আপনার ছিল তবে সরাসরি সরি বলুন। আপনার এই ছোট্ট স্বীকারোক্তি সম্পর্কে মধুরতা আনতে বেশ কার্যকর হবে।
ছোট্ট একটি চিরকুট লিখুন
ঝগড়া শেষে কথা বলা বন্ধ। তাতে কি? লিখতে থাকুন ছোট্ট ছোট্ট চিরকুট। ভালোবাসার কথা, আপনার মনের কথা কিংবা তার প্রতি প্রশংসা সূচক ছোট্ট ছোট্ট বাক্যের কথামালা সাজিয়ে লিখতে থাকুন ছোট্ট কিছু চিরকুট।
হঠাৎ চমকে দিন
সঙ্গীকে ঝগড়ার পরের গুমোট ভাবটি কাটানোর সব চাইতে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে সঙ্গীকে চমকে দেয়া। এটি খুব সহজ একটি উপায় সঙ্গীর মুখে হাসি ফুটানোর। মেয়েরা চাইলে একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলতে পারেন অথবা এমন কোনো কিছু যাতে সারপ্রাইজড হয়ে যান আপনার সঙ্গী। আর ছেলেরা চাইলে নিজের সঙ্গিনীর জন্য কিছু রান্না করে তাকে সারপ্রাইজ দিতে পারেন। এমন কিছু করুন যাতে সঙ্গী খুশি হয়।
সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন
সঙ্গীর পছন্দের কোনো কিছু করুন। তার জন্য সুন্দর একটি গিফট কিনে আনুন। অথবা আর কিছু না হোক তার পছন্দের ফুল দিয়েই তাকে খুশি করার চেষ্টা করুন।