loading...

ব্রেকআপের পর যে যে কাজ গুলো করা ঠিক নয়


কোনো একটি সম্পর্ক ভেঙে যাওয়া অনেক বেশি কষ্টের তা সে যে কারণেই হয়ে থাকুক না কেন। যারা অনেক বেশি আবেগী তারা ব্রেকআপের কষ্টটা নিতে পারেন না। অনেক ভুল কাজ করে ফেলেন। অনেকেই বেছে নিয়ে থাকেন আত্মহননের পথ। কিন্তু এসব করে তো কোনোই লাভ নেই। কারণ যে যাওয়ার সে যাবেই, আর যিনি থাকবেন তিনি চিরকালই থাকবেন। তাই ব্রেকআপের পর কোনো ভুল কাজ করতে যাবেন না একেবারেই।
১)নিজের ওপর অত্যাচার করবেন নাঃ
বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে অনেকেই বেছে নিয়ে থাকেন আত্মহননের পথ। আবার অনেকে নিজের শরীরের ওপর অত্যাচার করতে থাকেন নিজেকে দোষী ভেবে। এই কাজ গুলো মোটেই করতে যাবেন না।
২)জেদের বশে নতুন কারো সাথে জড়িয়ে যাবেন নাঃ
ব্রেকআপের পর অনেকেই মনে করেন ‘ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি নতুন একটি সম্পর্কে জড়িয়ে ওকে দেখিয়ে দেব’। এই ধরণের কিছু করা বুদ্ধিমানের কাজ নয় একেবারেই। আপনি যখন এই জেদ ধরবেন তখন আপনি আরেকজনের সাথে সম্পর্ক করার জন্য খুব বেশি উৎসাহী হয়ে নিজেকে ছোট করে ফেলবেন।

আরও পড়ুন: প্রোপজ করার কিছু সহজ টিপস (ছেলেদের জন্য)

৩)প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে কোনো যোগাযোগ রাখবেন নাঃ
অনেকেই ভেবে থাকেন ভালোবাসার সম্পর্কটি ভেঙে যাওয়ার পর বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা ভাল। এতে করে কিছুটা হলেও কাছাকাছি থাকা যাবে। কিন্তু এই কাজটি একেবারেই করবেন না। প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে কোনো ধরণের কোনো যোগাযোগ রাখবেন না।
৪)প্রেমিক/প্রেমিকার বদনাম করতে যাবেন নাঃ
অনেকেই আছেন যারা ভালোবাসার সম্পর্কটি ভেঙে গেলে একে অপরের নামে অন্যদের কাছে বদনাম করতে শুরু করে দেন। এই কাজটি একেবারেই উচিৎ নয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি নিজে যদি তার বদনাম করেন তবে আপনি নিজেকে নিজের পছন্দকেই অপমান করছেন।
৫)প্রতিশোধের কথা চিন্তা করে সময় নষ্ট করতে যাবেন নাঃ
যদি ব্রেকআপটি একতরফা হয়ে থাকে তবে যে পক্ষ থেকে এই ব্রেকআপটি হয়েছে তার ওপর প্রতিশোধ নেয়ার কথা চিন্তা করেন অনেকেই। কিন্তু এটি অনেক বড় ভুল কাজ। আপনার সাথে মনের মিল হচ্ছে না বলেই ব্রেকআপ। এতে আপনার নিজেরই ভালো। 
৬) একা থাকবেন নাঃ
একা থাকলেই পুরোনো স্মৃতি বেশি মনে পরে। এতে কষ্ট অনেক বেশি বেড়ে যায়। তাই ব্রেকআপ হলে একা ঘরের ভেতর পরে থাকবেন না। পরিবার ও বন্ধুবান্ধবের সাথে সময় কাটান।

,
loading...