loading...

কীভাবে প্রোপোজ করবেন পছন্দের মানুষকে!

চটপটে স্মার্ট মানুষরাও তাদের পছন্দের মানুষকে দেখলে নার্ভাস ফিল করেন। চোখ-মুখ শুকিয়ে যায়, গলা দিয়ে কথা বেরুতে চায় না। কিন্তু মনের কথা মনে চেপে রাখলে কি চলবে? বেশি দেরি করলে হয়তো দেখা যাবে তিনি অন্য কারো হাতের পাঁচ আঙুলের বন্ধনে জড়িয়ে পড়েছেন। তাই আপনার জন্য রইল সহজ কয়েকটি টিপস:

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই ‘

পছন্দের মানুষটিকে এসএমএস করুন। বলুন তার সঙ্গে এককাপ চা খেতে চান আপনি। তিনি যদি সময় দিতে পারেন তাহলে চায়ের কাপ হাতে নিয়ে গল্প করুন। শেষ চুমুক দেবার পরই তার চোখে চোখ রেখে নরম গলায় বলুন, ভালোবাসি।

‘ভালোবাসি ভালোবাসি…’

চকলেট, আইসক্রিম যেটা তার পছন্দ সেটা কিনে তাকে গিফট করুন। তিনি বুঝতে পারবেন আপনি তাকে সামওয়ান স্পেশাল বলেই ভাবছেন। আপনাকে মুখে খুব বেশি কিছু না বললেও চলবে।

‘আমি একলাটি পথ হাঁটি’

ভার্সিটি বা অফিস থেকে ফেরার পথে পাশাপাশি হাঁটতে হাঁটতে কিনুন তার পছন্দের রঙের একগুচ্ছ ফুল। তারপর বলে ফেলুন মনের কথা।

loading...