শুধু যে নারীরাই নিজেদের সুন্দরভাবে প্রদর্শন করতে চান, ব্যাপারটা মোটেও তেমন নয়। একজন পুরুষও চান তাকে অনেক বেশি স্মার্ট আর হ্যান্ডসাম লাগুক, আকর্ষণীয় লাগুক সবার চোখে। সবাই বলে থাকে যে সাজটা নিজের জন্য। কিন্তু সত্যি কথা হল আশেপাশের কেউ যদি নাই বলে যে ‘আজ তোমাকে বেশ ভালো লাগছে’ তাহলে যেন ষোলকলা পূর্ণ হয় না। ঠিক একইভাবে একজন ছেলেকে যদি কেউ বলেন যে ‘তোমায় বেশ হ্যান্ডসাম লাগছে’ তাহলে মনের অজান্তেই ছেলেটি বেশ খুশি হয়ে থাকেন। কিন্তু সবসময় আকর্ষণীয় থাকার সূক্ষ্ম কৌশলটা কী? আসুন জেনে নিই এমনই কিছু সূক্ষ্ম কিন্তু সহজ কৌশল সম্পর্কে।
১. স্বাস্থ্যের যত্ন নেয়া :
সকল সৌন্দর্যের মূলে রয়েছে এই স্বাস্থ্য। কেননা সুন্দর স্বাস্থ্য একজনকে বেশ আকর্ষণীয় করে তোলে। এজন্য নিজেকে স্মার্ট এবং
হ্যান্ডসাম করতে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিৎ। যারা একটু অধিক স্বাস্থ্যের অধিকারী তারা জিমে গিয়ে ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে করে বডিতে ফিটনেস আসবে এবং বেশ হ্যান্ডসাম লাগবে।
২. ত্বকের যত্ন নেয়া :
শুধু মেয়েরাই যে ত্বকের যত্ন নেবেন এমন কোনো কথা নেই। ছেলেরাও নিজেদের ত্বকের যত্ন নিতে পারেন। সবসময় বাইরে বাইরে থাকার কারণে তাদের ত্বক রোদে অনেক বেশি পুড়ে যায়। ফলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এ কারণে ত্বকের যত্ন নেয়া খুবই প্রয়োজন। নিয়মিত মুখ পরিস্কার করা, সানস্ক্রিম ব্যবহার করা এবং সপ্তাহে একবার জেন্টস ফেসিয়াল করা প্রত্যেক পুরুষের জন্য অবশ্য প্রয়োজনীয়। এতে করে তাদের ন্যাচারাল গ্ল্যামারটি ফিরে আসবে এবং তাদের হ্যান্ডসাম দেখাবে।
৩. চুলে বিভিন্ন কাট দেয়া :
মেয়েদের মত ছেলেদেরও বিভিন্ন ধরনের হেয়ার কাট রয়েছে। ছেলেদের মুখের মানানসই অনুযায়ী বিভিন্ন ধরনের হেয়ারকাট দিলে তাদের ব্যক্তিত্বে নিয়ে আসে এক গাম্ভীর্য। এতে তাদের অনেক বেশি স্মার্ট আর হ্যান্ডসাম দেখায়।
৪. পোশাকের দিকে নজর রাখুন :
ছেলেদের পোশাকের বৈচিত্র্যে তাদের ব্যক্তিত্ব দারুণভাবে ফুটে ওঠে। একেক জনের দৈহিক গঠন একেক রকম। তাই আপনার দেহের সাথে মানানসই এমন একটি পোশাকে ফুটিয়ে তুলতে পারেন আপনার স্মার্টনেস। ফ্যাশনের তালে পোশাকের প্যাটার্ন বদলিয়ে আপনার লুকেও আনতে পারেন ব্যাপক চেঞ্জ।
৫. পর্যাপ্ত ঘুমান :
সঠিক মাত্রার ঘুম শরীরের সুস্থতা বজায় রাখে। অনেক ছেলেদেরই অভ্যাস আছে রাতে না ঘুমানোর এবং সকালে ঘুমানোর। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়। চেহারায় অসুস্থতা ফুটে ওঠে। এর ফলে বেশ রোগাটে লাগে। তাই নিজেকে স্মার্ট আর হ্যান্ডসাম দেখাতে সুস্থ ঘুমের অভ্যাসটি গড়ে তুলুন।
১. স্বাস্থ্যের যত্ন নেয়া :
সকল সৌন্দর্যের মূলে রয়েছে এই স্বাস্থ্য। কেননা সুন্দর স্বাস্থ্য একজনকে বেশ আকর্ষণীয় করে তোলে। এজন্য নিজেকে স্মার্ট এবং
হ্যান্ডসাম করতে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিৎ। যারা একটু অধিক স্বাস্থ্যের অধিকারী তারা জিমে গিয়ে ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে করে বডিতে ফিটনেস আসবে এবং বেশ হ্যান্ডসাম লাগবে।
২. ত্বকের যত্ন নেয়া :
শুধু মেয়েরাই যে ত্বকের যত্ন নেবেন এমন কোনো কথা নেই। ছেলেরাও নিজেদের ত্বকের যত্ন নিতে পারেন। সবসময় বাইরে বাইরে থাকার কারণে তাদের ত্বক রোদে অনেক বেশি পুড়ে যায়। ফলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এ কারণে ত্বকের যত্ন নেয়া খুবই প্রয়োজন। নিয়মিত মুখ পরিস্কার করা, সানস্ক্রিম ব্যবহার করা এবং সপ্তাহে একবার জেন্টস ফেসিয়াল করা প্রত্যেক পুরুষের জন্য অবশ্য প্রয়োজনীয়। এতে করে তাদের ন্যাচারাল গ্ল্যামারটি ফিরে আসবে এবং তাদের হ্যান্ডসাম দেখাবে।
৩. চুলে বিভিন্ন কাট দেয়া :
মেয়েদের মত ছেলেদেরও বিভিন্ন ধরনের হেয়ার কাট রয়েছে। ছেলেদের মুখের মানানসই অনুযায়ী বিভিন্ন ধরনের হেয়ারকাট দিলে তাদের ব্যক্তিত্বে নিয়ে আসে এক গাম্ভীর্য। এতে তাদের অনেক বেশি স্মার্ট আর হ্যান্ডসাম দেখায়।
৪. পোশাকের দিকে নজর রাখুন :
ছেলেদের পোশাকের বৈচিত্র্যে তাদের ব্যক্তিত্ব দারুণভাবে ফুটে ওঠে। একেক জনের দৈহিক গঠন একেক রকম। তাই আপনার দেহের সাথে মানানসই এমন একটি পোশাকে ফুটিয়ে তুলতে পারেন আপনার স্মার্টনেস। ফ্যাশনের তালে পোশাকের প্যাটার্ন বদলিয়ে আপনার লুকেও আনতে পারেন ব্যাপক চেঞ্জ।
৫. পর্যাপ্ত ঘুমান :
সঠিক মাত্রার ঘুম শরীরের সুস্থতা বজায় রাখে। অনেক ছেলেদেরই অভ্যাস আছে রাতে না ঘুমানোর এবং সকালে ঘুমানোর। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়। চেহারায় অসুস্থতা ফুটে ওঠে। এর ফলে বেশ রোগাটে লাগে। তাই নিজেকে স্মার্ট আর হ্যান্ডসাম দেখাতে সুস্থ ঘুমের অভ্যাসটি গড়ে তুলুন।