সবচেয়ে সুন্দর একটি সম্পর্ক বন্ধুত্ব। কিছু কিছু সময় সম্পর্কটা আর বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ থাকে না। মন চায় বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সম্পর্কটাকে অন্য মাত্রায় টেনে নিতে। নিতান্ত আপন করে পেতে মন চায় প্রিয় বন্ধু বা বান্ধবীটাকে। কিন্তু ভয় তাড়িয়ে বেড়ায়- পাছে সম্পর্কটাই যদি নষ্ট হয়ে যায়। এমনও হয় যে, দু'জনেই একই চিন্তা করছেন কিন্তু প্রকাশ করা হচ্ছে না। এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতেই পারে।
1) গল্পের ছলে ইঙ্গিত দিন:
আড্ডা দেয়ার ছলে মাঝে মাঝে কিছুটা ইঙ্গিত দেয়ার চেষ্টা করুন। গল্প করার ফাঁকে ফাজলামো করে ভালোবাসা প্রকাশ করতে পারেন। হাসি ঠাট্টা করে বললে বিষয়টি খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না সম্পর্কে। আর যদি আপনার বন্ধুটিও আপনার ব্যাপারে আগ্রহী হয় তাহলে সেও হয়ত এমন ইঙ্গিতেরই অপেক্ষায় আছে। শুধু মনে মনে একমন হতে বাকি।
2) উপহার দিন:
আপনার বন্ধুটিকে কিছুটা উপহার দিন। হার্ট ধরে রাখা টেডিবিয়ার, সুন্দর একটি হার্ট শেপের মগ, হার্ট শেপের চকলেট, পারফিউম ইত্যাদি হতে পারে ভালোবাসা প্রকাশের জন্য উপযুক্ত উপহার। আপনার বন্ধুটিকে মাঝে মাঝেই এ ধরণের উপহার দিয়ে চমকে দিন। এতে আপনার বন্ধুটি আপনার মনের অবস্থা কিছুটা হলেও আঁচ করতে পারবেন।
আরও পড়ুন: কীভাবে বুঝবেন কোন মেয়ে আপনার সাথে প্রেম করতে আগ্রহী?
3) বন্ধুদের সাহায্য নিন:
ভালবাসার কথা জানাতে বন্ধুদের সাহায্য নিন। এটা হতে পারে সবচেয়ে ভাল মাধ্যম। বন্ধুদেরকে বলতে বলুন যে, তারা ধারণা করছেন আপনি আপনার বন্ধুর প্রেমে পড়েছেন। এই কথায় আপনার পছন্দের মানুষটি যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে তাকে ভালোবাসার কথা জানানোর সাহস করুন। আর যদি আপনার বন্ধুর সাড়া নেতিবাচক হয় তাহলে ভুলেও চট করে প্রেমের প্রস্তাব দেয়ার সাহস করা ঠিক হবে না।
4) গান শুনতে দিন:
বন্ধুদেরকে কত গানই তো শুনতে বলি আমরা। আপনি যে মানুষটিকে ভালোবেসে ফেলেছেন তাকে সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনতে দিন। যে গানের কথাগুলো আপনার মনের অবস্থার সাথে মিলে যায় সেই গানগুলো শুনতে দিন বন্ধুকে। এতে আপনার বন্ধু কিছুটা হলেও অনুমান করতে পারবেন আপনার মনের অবস্থা। আর যদি সে এতে বিরক্ত হয় তাহলে বুঝবেন আপনার মনের অবস্থা বোঝার পরে সে বিষয়টি নিয়ে বেশ অসন্তুষ্ট।
5) কবিতা শোনান:
আপনার পছন্দের বন্ধুটি যদি কবিতা পছন্দ করে তাহলে তাকে প্রেমের কবিতা শোনান। সম্ভব হলে তাকে নিয়ে নিজের সাজানো স্বপ্ন ঘিরে দুয়েকটা চরণ লিখে ফেলুন। তবে বলার দরকার নেই কবিতাটা তার জন্যই লেখা। এটা ভাল কাজ দেবে। কবিতা তার মনে বিরক্তির উদ্রেক করলে আপাতত এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
1) গল্পের ছলে ইঙ্গিত দিন:
আড্ডা দেয়ার ছলে মাঝে মাঝে কিছুটা ইঙ্গিত দেয়ার চেষ্টা করুন। গল্প করার ফাঁকে ফাজলামো করে ভালোবাসা প্রকাশ করতে পারেন। হাসি ঠাট্টা করে বললে বিষয়টি খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না সম্পর্কে। আর যদি আপনার বন্ধুটিও আপনার ব্যাপারে আগ্রহী হয় তাহলে সেও হয়ত এমন ইঙ্গিতেরই অপেক্ষায় আছে। শুধু মনে মনে একমন হতে বাকি।
2) উপহার দিন:
আপনার বন্ধুটিকে কিছুটা উপহার দিন। হার্ট ধরে রাখা টেডিবিয়ার, সুন্দর একটি হার্ট শেপের মগ, হার্ট শেপের চকলেট, পারফিউম ইত্যাদি হতে পারে ভালোবাসা প্রকাশের জন্য উপযুক্ত উপহার। আপনার বন্ধুটিকে মাঝে মাঝেই এ ধরণের উপহার দিয়ে চমকে দিন। এতে আপনার বন্ধুটি আপনার মনের অবস্থা কিছুটা হলেও আঁচ করতে পারবেন।
আরও পড়ুন: কীভাবে বুঝবেন কোন মেয়ে আপনার সাথে প্রেম করতে আগ্রহী?
3) বন্ধুদের সাহায্য নিন:
ভালবাসার কথা জানাতে বন্ধুদের সাহায্য নিন। এটা হতে পারে সবচেয়ে ভাল মাধ্যম। বন্ধুদেরকে বলতে বলুন যে, তারা ধারণা করছেন আপনি আপনার বন্ধুর প্রেমে পড়েছেন। এই কথায় আপনার পছন্দের মানুষটি যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে তাকে ভালোবাসার কথা জানানোর সাহস করুন। আর যদি আপনার বন্ধুর সাড়া নেতিবাচক হয় তাহলে ভুলেও চট করে প্রেমের প্রস্তাব দেয়ার সাহস করা ঠিক হবে না।
4) গান শুনতে দিন:
বন্ধুদেরকে কত গানই তো শুনতে বলি আমরা। আপনি যে মানুষটিকে ভালোবেসে ফেলেছেন তাকে সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনতে দিন। যে গানের কথাগুলো আপনার মনের অবস্থার সাথে মিলে যায় সেই গানগুলো শুনতে দিন বন্ধুকে। এতে আপনার বন্ধু কিছুটা হলেও অনুমান করতে পারবেন আপনার মনের অবস্থা। আর যদি সে এতে বিরক্ত হয় তাহলে বুঝবেন আপনার মনের অবস্থা বোঝার পরে সে বিষয়টি নিয়ে বেশ অসন্তুষ্ট।
5) কবিতা শোনান:
আপনার পছন্দের বন্ধুটি যদি কবিতা পছন্দ করে তাহলে তাকে প্রেমের কবিতা শোনান। সম্ভব হলে তাকে নিয়ে নিজের সাজানো স্বপ্ন ঘিরে দুয়েকটা চরণ লিখে ফেলুন। তবে বলার দরকার নেই কবিতাটা তার জন্যই লেখা। এটা ভাল কাজ দেবে। কবিতা তার মনে বিরক্তির উদ্রেক করলে আপাতত এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
0 comments "বন্ধুতের সম্পর্ককে প্রেমে রুপান্তর করার টিপস ", Baca atau Masukkan Komentar
Post a Comment