সব সময়ই দেখা যায় সম্পর্ক তৈরীর ক্ষেত্রে ছেলেরা আগে প্রপোজ করে। সেই প্রপোজে মেয়ে সম্মতি দিলে তবেই সম্পর্ক তৈরী হয়। মেয়েদের প্রথম প্রপোজ করার কথা খুব কমই শোনা যায়। আসলে এ প্রপোজ না করার পিছনে রয়েছে কিছু কারণ। চলুন জেনে নেওয়া যাক ৭টি কারণ-
১. মেয়েদের মনে অনেক বেশী দ্বিধা সৃষ্টি হওয়ার কারণে প্রপোজ করার আগেই উত্তর না শোনার ভীতি অনেক বেশী কাজ করে। তাই আর সাহস করে প্রপোজ করা হয়ে উঠে না।
২. যদি ছেলেটির আগে থেকে প্রেমিকা থেকে থাকে! এই ভয়ে অনেক সময় মেয়েরা প্রপোজ কর থেকে পিছিয়ে যায়।
৩. অনেক সময় মেয়েদের নিজের উপর বিশ্বাসটা থাকে না। তাই সে ভাবে প্রপোজ করলে ছেলেটি তাকে নাও পছন্দ করতে পারে।এই ভেবে পিছিয়ে যায়।
৪. প্রেম করার পর মেয়েরা নিজস্ব স্বাধীনতা হারানোর ভয়ে অনেক সময় প্রপোজ করে না।
৫. ছেলেদের প্রপোজ করাকে স্বাভাবিক ভাবে নেয়া হলেও মেয়েদের ক্ষেত্রে অনেকসময় এটি ভিন্নভাবে দেখা হয়। এক্ষেত্রে অনেকে মেয়েকে অতি উৎসাহী ভাবতে পারেন।
আরও পড়ুন: বন্ধুতের সম্পর্ককে প্রেমে রুপান্তর করার টিপস
৬. মেয়েরা আগে প্রপোজ করলে অনেক সময় ছেলে মেয়েটিকে নির্লজ্জ ভাবতে পারে।
৭. যদি ছেলেটির কোনো বন্ধু মেয়েটির প্রাক্তন প্রেমিক হয় তবে প্রপোজ করলে বিষয়টি ছেলে খারাপ ভাবে নিতে পারে। এটিও মেয়েদের প্রথমে প্রপোজ না করার একটি কারণ।
১. মেয়েদের মনে অনেক বেশী দ্বিধা সৃষ্টি হওয়ার কারণে প্রপোজ করার আগেই উত্তর না শোনার ভীতি অনেক বেশী কাজ করে। তাই আর সাহস করে প্রপোজ করা হয়ে উঠে না।
২. যদি ছেলেটির আগে থেকে প্রেমিকা থেকে থাকে! এই ভয়ে অনেক সময় মেয়েরা প্রপোজ কর থেকে পিছিয়ে যায়।
৩. অনেক সময় মেয়েদের নিজের উপর বিশ্বাসটা থাকে না। তাই সে ভাবে প্রপোজ করলে ছেলেটি তাকে নাও পছন্দ করতে পারে।এই ভেবে পিছিয়ে যায়।
৪. প্রেম করার পর মেয়েরা নিজস্ব স্বাধীনতা হারানোর ভয়ে অনেক সময় প্রপোজ করে না।
৫. ছেলেদের প্রপোজ করাকে স্বাভাবিক ভাবে নেয়া হলেও মেয়েদের ক্ষেত্রে অনেকসময় এটি ভিন্নভাবে দেখা হয়। এক্ষেত্রে অনেকে মেয়েকে অতি উৎসাহী ভাবতে পারেন।
আরও পড়ুন: বন্ধুতের সম্পর্ককে প্রেমে রুপান্তর করার টিপস
৬. মেয়েরা আগে প্রপোজ করলে অনেক সময় ছেলে মেয়েটিকে নির্লজ্জ ভাবতে পারে।
৭. যদি ছেলেটির কোনো বন্ধু মেয়েটির প্রাক্তন প্রেমিক হয় তবে প্রপোজ করলে বিষয়টি ছেলে খারাপ ভাবে নিতে পারে। এটিও মেয়েদের প্রথমে প্রপোজ না করার একটি কারণ।